1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নিরীহ পরিবারের বসতঘরটিও আগুনে পুড়িয়ে দিলো প্রতিপক্ষরা গোদাগাড়ীতে প্রায় ২৫০টি আম্রপালি গাছ কেটে জমি জবরদখলের অভিযোগ তানোর বরেন্দ্র অঞ্চলে শিক্ষা বিস্তারে ভুমিকা রাখছে চোরখৈর উচ্চ বিদ্যালয় বিএনপি সর্বদা শান্তি এবং সমৃদ্ধি রাজনীতিতে বিশ্বাসী: রূপসায় আজিজুল বারী হেলাল মোহনগঞ্জে উপজেলা পর্যায়ে সেরা ৩০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ শ্যামনগর চায়ের দোকানের আড়ালে বিদেশি মদ বিক্রি আশাশুনিতে সাবেক প্রধান শিক্ষিকার অভিযোগের তদন্তে প্রতারণার সত্যতা মিলেছে, মামলা তুলে নিতে হুমকি মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ ১ মাদককারবারি গ্রেপ্তার সাতক্ষীরার বিনেরপোতায় প্রেমিকের সঙ্গে তৃতীয়বার ঘরছাড়া এসএসসি পরীক্ষার্থী মন্দিরা দাস দেবহাটার কুলিয়ায় আকস্মিক ঘূর্ণিঝড়ে এক পরিবারের বসতঘর লন্ডভন্ড

গোদাগাড়ীতে প্রায় ২৫০টি আম্রপালি গাছ কেটে জমি জবরদখলের অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

তানোর রাজশাহী প্রতিবেদক/রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পুর্ব বিরোধের জের ধরে জমি জবরদখল ও প্রায় ২৫০টি আম্রপালি আম গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর পুড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।বিবাদমান এঘটনায় দুপক্ষের মাঝে চরম খোভ এ উত্তেজনা বিরাজ করছে।জানা গেছে, পালপুর গ্রামের মৃত সাকিম উদ্দিনের পুত্র মোস্তাকিম বুলু”সহ ৭ জন বিএনপির নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করছে। তাদের এসব অপকর্মের কারণে বিএনপির জনপ্রিয়তা নষ্ট হচ্ছে।এদিকে এ ঘটনায় বাদল বারইপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র ইসরাইল হোসেন বাদি হয়ে পালপুর গ্রামের মৃত সাকিম উদ্দিনের পুত্র মোস্তাকিম বুলু”সহ ৭ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোদাগাড়ী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) সহ, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
স্থানীয়রা এই অপকর্মের সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।অভিযোগে বলা হয়েছে, জেএল নং- ৩৮৫, খতিয়ান নং- ৬৮, মৌজা- পুরাপাড়া, আরএস দাগ নং সাবেক ৪২ ও ১১ হাল দাগ নং ৫৩ ও ১১৬ শ্রেণী-ফসলী, পরিমাণ-৪৮ শতক পৈতৃক সুত্রে উক্ত সম্পত্তির মালিক ইসরাইল হোসেন দিগর। প্রায় ২০ বছর আগে উক্ত সম্পত্তি তার পিতা মৃত জালাল উদ্দিন ক্রয় করেন। বর্তমানে তিনিসহ তার পরিবারের লোকজন উক্ত সম্পত্তির ওয়ারিশ হয়ে শান্তিপূর্ণভাবে ভোগদখল করছেন। কিন্তু বিবাদীগণ তাদের জমিতে যেতে বাধা প্রদান করছে। এছাড়াও বিভিন্ন সময়ে দেশীয় অস্ত্র সজ্জিত গুন্ডা বাহিনী নিয়ে তারা, তাদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন।এদিকে গত ৫- জুলাই (শনিবার) বিবাদীগণ তাদেরকে মোবাইল নম্বর, (০১৭৫৫-৯৮০৮২৭) থেকে হুমকি প্রদান করে এবং দিবাগত রাতে তাদের জমিতে লাগানো আম্রপালী আমের ২৫০টি গাছ কেটে নাশকতা করে ও পুকুর দখলের হুমকি দেন। বিবাদীগণের এমন সন্ত্রাসী কর্মকান্ডের কারণে ইসরাইল ও তার ওয়ারিশগণ ব্যপক ক্ষয়ক্ষতির সম্মুখিন হয়েছেন। বিবাদীগণের দ্বারা তাদের প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।বর্তমানে বিবাদীগণের সন্ত্রাসী কর্মকান্ডের কারণে তারা জমিতে যেতে পারছেন না। ইসরাইল এবং তার পরিবার নিজ জমিতে বসবাস এবং চাষাবাদের জন্য হুমকির মুখে পড়েছেন। ইসরাইল অভিযোগ করে বলেন, বিবাদীগণ তাদের কাছে আড়াই বিঘা জমি অথবা পাঁচ লাখ টাকা দাবী করেন। নিজ জমি আমাকে চাঁদা দিয়ে ভোগদখল করিতে হবে। তাদের দাবী না মানা পর্যন্ত্য বিবাদীগণ আমাদের জমি ভোগদখল করতে দিচ্ছেন না।এবিষয়ে তারা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে, ইসরাইল হোসেন বলেন, বিবাদীগণ আলোচিত একটি হত্যা মামলার আসামি, কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে এসব সন্ত্রাসী কর্মকান্ড করছে। তিনি বলেন, জমি যদি তারা পায় তাহলে আদালতের মাধ্যমে জমি বুঝে নিবেন, তা না করে, তারা জবরদখল ও প্রায় ২৫০টি আম গাছ কেটে ফেলেছে।এবিষয়ে জানতে চাইলে মোস্তাকিম বুলু এসব অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত সম্পত্তি তাদের নামে খাজনা-খারিজ ও ভুমি উন্নয়ন কর চলমান রয়েছে।এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট