1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল যশোর-৬ আসনে এবি পার্টির প্রার্থী মাহমুদ হাসানের মনোনয়নপত্র জমা

জনসেবায় উন্নয়নমূলক অনুদানে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন,আব্দুস সোবহান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোঃ এনামুল হক বিপ্লব (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশনায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে ঘরে ঘরে সাধারণ মানুষের খোঁজখবর নিতে ছুটে গেলেন তরুণ রাজনীতিক আব্দুস সোবহান।গত শনিবার ২৬ জুলাই সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত থেতরাই ইউনিয়নের পশ্চিম ছড়ারপাড় নারিকেলবাড়ি গ্রামে দিনব্যাপী ঘুরে ঘুরে স্থানীয় মানুষের পাশে দাঁড়ান তিনি। চিকিৎসা সহায়তা, বাসস্থানের সমস্যা কিংবা ধর্মীয় অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত উদ্যোগে অর্থ সহায়তা দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন এ উদীয়মান নেতা।
সকালবেলার একটি ঘটনায়, শ্বাসকষ্টে ভোগা নজরুল ইসলামের অবস্থা শুনে তাৎক্ষণিকভাবে ইনহেলার ও প্রয়োজনীয় ওষুধ কিনে দেন সোবহান।গৃহহীন বৃদ্ধা বুলবুলি বেগমের ছিদ্র হওয়া কুঁড়েঘরের কথা শুনে সঙ্গে সঙ্গেই দুই বান্ডিল টিন দিয়ে সহায়তা করেন।
অর্থাভাবে চিকিৎসা না নিতে পারা ক্ষুদ্র ব্যবসায়ী রাসেল মিয়ার হার্নিয়া সমস্যার কথা শুনে নগদ অর্থ সহায়তার পাশাপাশি তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের ব্যবস্থাও করেন।পাশ্ববর্তী উত্তর দলদলিয়া দাসপাড়ায় হিন্দু সম্প্রদায়ের শ্মশানে যাওয়ার পথ সংস্কারের জন্য স্থানীয় জিতেন মাস্টারের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন তিনি।
এছাড়াও স্থানীয় বিভিন্ন মাজার, মন্দির ও অসহায় পরিবারের খোঁজখবর নিতে সরাসরি উপস্থিত হয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন আব্দুস সোবহান। তার এ মানবিক ভূমিকা স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা ও আবেগের সৃষ্টি করে।এ বিষয়ে আব্দুস সোবহান বলেন,
আমার নেতা জাতীয় পার্টির সম্মানিত চেয়ারম্যান জি এম কাদের মহোদয়ের নির্দেশনায় মানুষের দুয়ারে গিয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করছি। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করাই আমার লক্ষ্য।স্থানীয় বাসিন্দারা বলেন, একজন রাজনৈতিক নেতার পাশাপাশি আব্দুস সোবহান একজন মানবিক সমাজকর্মী হিসেবেও এলাকাবাসীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট