আব্দুর রশিদ /এশিয়া লাইভলিহুড প্রকল্পের উদ্যোগে তালা ও সাতক্ষীরা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে যুব সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী “সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ।” কর্মশালায় স্থানীয় জলবায়ু পরিবর্তন, কৃষির উন্নয়ন, পানি জলাবদ্ধতা ও আবহাওয়ার প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।প্রশিক্ষণে অংশ নেন তালা ও সাতক্ষীরা উপজেলার তরুণ সাংবাদিকরা। কর্মশালায় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার খ. মঈনুল হাসান সোহান এবং দিলিপ সানা বিষয়ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করেন। ফিল্ড অফিসার ইমরুল কবির, ইউসুফ আলী এবং মীর জিল্লুর রহমান মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা ব্যাখ্যা করেন।প্রশিক্ষণে বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চলে কৃষি ও জীবিকা চরম হুমকির মুখে পড়েছে। যুব সাংবাদিকদের দায়িত্ব হলো এই সংকটগুলো জনসমক্ষে তুলে ধরা এবং সমাধানে সচেতনতা তৈরি করা।এই উদ্যোগের মাধ্যমে তরুণ সাংবাদিকরা মাঠ পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করেন এবং নীতি নির্ধারকদের নজরে আনার জন্য কীভাবে কার্যকর প্রতিবেদন তৈরি করতে হয়, তা শিখে নেন।