চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় ‘হাওরের স্থিতিস্থাপকতা ও প্রস্তুতিমূলক উদ্যোগ (হারপি)’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধর্মপাশা এপির প্রোগ্রাম ম্যানেজার সুমন রুরাম ও প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠানের যৌথ পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, ইউসিসি লিমিটেডের সভাপতি আফসার আলম চন্দন পীর, সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, ইউপি সদস্য হামিদুল ইসলাম রতন প্রমুখ। ঝুঁকিপূর্ণ গ্রামবাসীর দুর্যোগের প্রস্তুতি এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষে গত ১ জুন থেকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী, ধর্মপাশা সদর ও সেলবরষ ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ও এডিএইচ জার্মানীর অর্থায়নে ঢাকা আহ্ছানিয়া মিশন এ প্রকল্প কাজ বাস্তবায়ন করছে। যা চলবে আগামী বছরের নভেম্বর পর্যন্ত।