গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহ/
ময়মনসিংহ সদর উপজেলায় জাপানি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ময়মনসিংহ সদর উপজেলায় (উপজেলা পর্যায়ে) শ্রেষ্ট শিক্ষার্থীদের পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।জানা গেছে, আজ বুধবার (৩০ জুলাই) সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর, মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে সদর উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই পুরস্কার বিতরণী সভা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শুধু মেধাবী শিক্ষার্থী হিসেবে সার্টিফিকেট অর্জন করলেই হবেনা। একজন দায়িত্বশীল, মানবিকবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য পরিবারের পক্ষ থেকে তাদেরকে আরো বেশি কাউন্সিলিং করতে হবে।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ময়মনসিংহ সদর, মোঃ বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সোনিয়া সোহেলী।এছাড়া সভায় বক্তব্য রাখেন, মহাকালি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন সাকির, ময়মনসিংহ জেলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক (পদার্থ) এনামুল হক, হাজী ওসমান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, কৃতি শিক্ষার্থীদের পক্ষে শিহাব আকন্দ, অভিভাবকদের পক্ষে অনিকা দাস।অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নারায়ণ চন্দ্র দাস। অনুষ্ঠানে কলেজ, ভোকেশনাল কলেজ ও মাদ্রাসার (আলিম) পর্যায়ের ৩১ জন কৃতি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক ও কৃতি শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।