চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় মদ-গাঁজা, হেরোইন, ইয়াবাসহ মাদক সেবনকারীদের নির্মূল করা, পৌর শহরের যানজট নিরসন, ধনু নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা, এলাকায় চুরি-ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ করাসহ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়াদি নিয়ে বিস্তর আলোচনা হয়।সভায় এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলা প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহাযোগীতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, নব-নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক গোলাম রব্বানী পুতুল, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ।এ ছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো. আব্দুল ওয়াদুদ, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম, মোহনগঞ্জ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজবাহ্ উদ্দিন আহমেদ, মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাফিজুর রহমান চয়ন প্রমূখ।