1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
৫’বছরের শিশুকে খাওয়ার প্রলোভন দেখিয়ে অশালীন আচারণের অভিযোগে মুদি দোকানদার গ্রেফতার কেশবপুর উপজেলা প্রশাসনের অভিযানে বাল্যবিয়ে বন্ধ এবং খাস জমি উদ্ধার দিঘলিয়া সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এর বিরুদ্ধে নানান অভিযোগ কেশবপুরে “সম্প্রীতি অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত রংপুরে হিন্দু পাড়া হামলার ঘটনায় আটক ৫ সাতক্ষীরায় বনাঢ্য আয়োজনে পালিত হল মাছরাঙা টেলিভিশনের ১৪তম বষপূর্তি তানোরে ৩৪ ঘণ্টার অভিযানন চোর গ্রেপ্তার, উদ্ধার ১০ লাখ ৯৫ হাজার টাকা ধর্মপাশায় হারপি প্রকল্পের অবহিতকরণ সভা মোহনগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ধর্মপাশায় বিএনপির বিশাল জনসভা

৩১ দফা বাস্তবায়নের লক্ষে ধর্মপাশায় বিএনপির বিশাল জনসভা

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

চয়ন চৌধুরী/রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। বুধবার বিকেল ৩টায় উপজেলা সদরের গরুহাট্টার মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আনিসুল হক।ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক কাজী মাজহারুল হকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রহমত, যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম বিএসসি, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মন্টু, সদস্য লাল মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাহিদ তালুকদার, উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিলন মজুমদার কবীর, উপজেলা মৎস্যজীবীদলের আহবায়ক মিসর আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম হাবিবুল্লাহ, ছাত্রদল নেতা কাঞ্চন আহম্মেদ, নাজমুল ইসলাম তপু, রোমান আহম্মেদ প্রমূখ।সভায় প্রধান অতিথির বক্তৃতায় আনিসুল হক বলেন, আমি বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক ষড়যন্ত্র আর নির্যাতন সহ্য করেও বিএনপির হাল ছাড়িনি। আমি আগে যেভাবে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশেই থাকব। তবে মনে রাখতে হবে এখনো বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী অনেক ষড়যন্ত্র চলছে। তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।তিনি আরো বলেন, আপনাদের দোয়া ভালবাসা আর সমর্থন নিয়েই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চাইব এবং দল যদি এ আসনে আমাকে মনোনয়ন দেয় তবে আমি আপনাদের দোয়া, ভালবাসা ও সমর্থন নিয়ে এ আসনটি নিশ্চিত ছিনিয়ে আনতে পারব বলে আমার বিশ্বাস।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট