মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মাগুরজোড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো. ফায়জুর রহমান।বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) ত্রিশাল কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে মো. ফায়জুর রহমান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা, ভুয়া, বানোয়াট ঘটনা সাজিয়ে কতিপয় ব্যক্তি আমাকে হেয় পতিপন্ন ও ক্ষতিগ্রস্থ করতে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। সেই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, তাইজুল হোসেন, নজরুল ইসলাম সহ ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) ত্রিশাল শাখার সভাপতি এটিএম মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক কামাল হোসেন।উল্লেখ্য যে, একই গ্রামের মৃত ফরিদ আলী’র স্ত্রী হারিছা খাতুনকে স্বর্ণের পুতুল পাইয়ে দেওয়া ও বিভিন্ন প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত ২৬ ও ২৮ জুলাই একাধিক সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।