শরিফা বেগম শিউলী/মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই ২৪ গণঅভ্যুত্থান শহীদ স্মৃতি আন্তঃ রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৪.৩০ মিনিটের দিকে ফতেপুর ভুরারঘাট উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করেন।উক্ত অনুষ্ঠানটি তাজহাট থানা যুব সমাজের আয়োজনে ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি’র সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে, রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাফিউল ইসলাম শাফি বলেন, জুলাই ২৪ আমাদের স্মরণীয় মাস এই মাসকে আরো স্মরণীয় করে রাখতে, জুলাই মাসে তাজহাট থানার যুব সমাজের আয়োজনে স্কুল পর্যায় আন্তঃ রংপুর ফুটবল খেলা আয়োজন করা হয়েছে। বর্তমান সময়ে ছেলেরা যে পরিমাণ নেশায় আসক্ত হচ্ছে। খেলাধুলা করলে খারাপ কাজ থেকে দূরে থাকা শরীর মন দুটোই ভালো থাকে। তাদের কথা চিন্তা করে।এ ধরনের টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে।বাংলার চোখে’র চেয়ারম্যান আলহাজ্ব তানভির হোসেন আশরাফী জানান, বর্তমান সময়ে ছেলেমেয়েরা খেলাধুলা করতে চায় না। তারা মোবাইল আর বিভিন্ন ধরণের গেমসের আসক্ত হয়ে পড়েছে। এরকম ফুটবল টুর্নামেন্টের আয়োজনে যদি প্রতিবছরই করা হয় তাহলে ছেলেরা খেলাধুলায় মনোযোগী হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি শরিফা বেগম শিউলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর কর্ম পরিষদের সদস্য,ও কোতয়ালী থানার আমির মাওলানা মোঃ গোলাম কিবরিয়া,কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক এম এ আব্দুর রউফ খাঁন, তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ শাহজাহান মিয়া, তাজহাট থানা (বিএনপি), মহানগর এর সমন্বয়ক মোঃ শাহিনুল ইসলাম, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব রবিউল ইসলাম, রংপুর জেলা ক্রিড়া সংস্থা’র সদস্য ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, আব্দুল্লাহ আল মারুফ, ফারহার তানজীম ফাহিম, স্ট্যার্ডি গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান শামীম, সাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রোস্তম আলী, আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম গোলাপ প্রমূখ।