আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)খুলনার রূপসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন অফিসের উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়। নৈহাটি গোডাউন মোড়ে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওঃ লবিবুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর ডা: রেজাউল কবির খান, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি নাজিমুদ্দিন শেখ, উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য মো: সেলিম রেজা, নৈহাটি ইউনিয়নের শুরা সদস্য মোঃ মুজিবুর রহমান।
উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাস্টার মোঃ ফজলুল হকের সভাপতিত্বে ও নৈহাটি ইউনিয়ন আমীর মুফতি মাওলানা মহিউদ্দীন শেখের পরিচালনায় বক্তৃতা করেন জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন শাখার আমির অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, নৈহাটি ইউনিয়ন সেক্রেটারি মো: আজিজুল হক, মামুনুর রশীদ, মো: জসিম উদ্দিন, আবু বক্কর, মো: মুজিবুর রহমান, এম আল হেলাল, উপজেলা শিবির সভাপতি আল আমিন, হাফিজুর রহমান বুলবুল প্রমুখ।