1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ মানিকগঞ্জের সাটুরিয়ায় সাংবাদিকের ওপর হামলা: কথিত পল্লী চিকিৎসক গ্রেফতার রূপসায় সরকারী লীজকৃত জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাতক্ষীরায় বাড়ছে ড্রাগন চাষ কলারোয়ায় সবচেয়ে বেশি, ২২ হেক্টর জমিতে চাষ রূপসায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন রূপসায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে পুরাকীর্তি সুরক্ষা কমিটি’র আত্মপ্রকাশ পাটকেলঘাটায় ভূমি অফিসের নাকের ডগায় পার্কের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ সবুজ সাতক্ষীরার স্বপ্নে প্রথম আলো বন্ধুসভা’র বৃক্ষরোপণ কর্মসূচি

রূপসায় ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)রূপসার আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া সেখ এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বিকেল সাড়ে ৪ টায় টিএসবি ইউনিয়নের পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের আয়োজনে স্কুল মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আরমই পাঁচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা জেসমিন আখতারী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৫৩ সালে ১ একর ৩২ শতক জায়গার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে এই এলাকার শত শত শিশুরা পড়ালেখা করে আসছে। প্রায় দুই বছর আগে এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ইয়াহিয়া সেখ যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি প্রতিষ্ঠানের স্বার্থে লেখা পড়ার উন্নতিসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তারি ধারাবাহিকতায় স্কুলে সুপিয় পানির ব্যবস্থা না থাকায় পরিচালনা পরিষদের অনুমতি ক্রমে পানির ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর কয়েক মাস পূর্বে বিশুদ্ধ পানির জন্য টাকার
প্রয়োজনে স্কুলের সীমানার ভিতরে অবস্থিত আম গাছের আম বিক্রি করে দেন। এ ঘটনার পর স্কুলের পার্শ্ববর্তী জয়নুল আবেদিন খানসহ তার লোকজন তাতে বাধা সৃষ্টি করে তাদের ডিসিআরকৃত সম্প্রতি বলে দাবি করেন। কিন্তু স্কুলের সীমানার ভিতরে ইতিপূর্বে কখনো তারা তাদের ডিসিআরকৃত সম্পত্তি বলে দাবি করেননি। স্কুলের প্রধান শিক্ষক ইয়াহিয়া সেখ আম গাছের আম বিক্রি করার পর থেকে জয়নুল আবেদিন খানসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ১৬ জুলাই তার বিরুদ্ধে স্কুলের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ আনা হয়। তবে যেখানে বসে ধর্ষনের অভিযোগ উঠেছে তা রীতিমতো হাস্যকর। পরবর্তীতে ধর্ষণের অভিযোগে শিক্ষার্থীর পিতা বাদি হয়ে রূপসা থানায় একটি মামলা দায়ের করেন। তারপর ২০ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াহিয়া শেখের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বিকেলে আরমই পাঁচানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীসহ উপস্থিত সকলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র বলে দাবি করা হয়। কারন তিনি যোগদান করার পর থেকে স্কুলের শিক্ষার পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে জানানো হয়। যার কারনে তার মুক্তির দাবিতে প্রয়োজনে মানববন্ধন সহ আরো বড় ধরনের কর্মসূচি দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর পুঁটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার খাঁন, গ্রেফতারকৃত ইয়াহিয়া শেখের সহধর্মিনী ও স্বল্প বাহিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা খাতুন, প্রধান শিক্ষক আফরোজা নাজনীন,আজগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, মাজেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজ শাই, সহকারী শিক্ষক মনোরমা লাহিড়ী,তানিয়া সুলতানা, এস এম শফিকুল ইসলাম ওলিসহ শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ ও এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট