গোলাম কিবরিয়া পলাশ/২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আহত মুক্তিযোদ্ধাসমত সাহসী নাগরিকদের পুনর্বাসনের অংশ হিসেবে ময়মনসিংহে “ওয়ারিয়র্স অফ জুলাই” সংগঠনের উদ্যোগে আহত জুলাই যোদ্ধাদের মাঝে অটো রিকশা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।এরই ধারাবাহিকতায় আহত যোদ্ধা জাহাঙ্গীর আলমের হাতে একটি অটো রিকশা তুলে দেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক মুফিদুল আলম, ওয়ারিয়র্স অফ জুলাই ময়মনসিংহ জেলার আহবায়ক আল-আমিন, সদস্য সচিব মেরাজ উদ্দিন শ্রাবণ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।ওয়ারিয়র্স অফ জুলাই জানিয়েছে, আহতদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করাই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও আহতদের পূর্ণবাসনে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।