পরেশ দেবনাথ( নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৫ই আগষ্ট-২৫) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাষ্টার রফিকুল ইসলাম, ছাত্র-জনতার আন্দোলনে শহিদ তৌহিদুর রহমানের পিতা আব্দুল জব্বার, ইসলামি আন্দোলনের সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের মূখ্য সমন্নয়ক সম্রাট হোসেন।আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফিরোজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তালেব, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, পেশাজীবি সংগঠনের সভাপতি আইনজীবী ওয়াজিউর রহমান, উপজেলা তথ্য অফিসার আব্দুস সামাদ, সুশাসনের জন্য নাগরিক-সুজনের সভাপতি আলহাজ্ব রুহুল কুদ্দুস, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক আব্দুর রহমান-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।