শাহিন বিশ্বাস/ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা কুমিরা বাসস্ট্যান্ডে মঙ্গলবার ৫ ই আগস্ট সাড়ে ৩ টায় রোজিনা এক্সপ্রেস নামের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস ও রেইনবো নামক একটি কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খুলনাগামী যাত্রীবাহী রোজিনা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৬০) ও সাতক্ষীরাগামী রেইনবো কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো উ-১৪-৩৮৭৭)-এর সামনের বাম চাকা হঠাৎ পাংচার হয়ে গেলে মুখোমুখি এই সংঘর্ষের ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা থানার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠান চিকিৎসার জন্য। এ সময় খর্নিয়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে যান এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। বর্তমানে দুটি গাড়ির ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।