মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)গণঅভ্যুত্থান দিবস ৩৬ জুলাই-২০২৪ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কসবায় ছাত্র-জনতার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩৬ জুলাই) বেলা ১১টায় কসবা উপজেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার কদমতুলি হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল খন্দকার, সদস্য হানিফ খন্দকার।মিছিলে আরো উপস্থিত ছিলেন বেলায়েত হোসেন হেলাল,আনোয়ার হোসেন,আব্দুল রৌফ রতন,আলী আশরাফ, আলমগীর কবীর এবং মেহেদী হিসাব রুবেল প্রমুখ। কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার ওয়ার্ড থেকে ব্যানার নিয়ে নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশ গ্ৰহণ করতে দেখা যায়।মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙসংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিলে অংশ নেন। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারসহ সাবেক এমপি মুশফিকুর রহমানের পক্ষে বিজয় মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।বিজয় মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, “ ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে বিদায় করা হয়েছে এখন দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনাই হবে আমাদের চূড়ান্ত বিজয়।বিজয় মিছিলটি এক মিলনমেলায় রূপদান করে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান বক্তারা।