শাহ আলম কৌশিক,ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থনে আওয়ামী ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় শোভাযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় ঈশ্বরগঞ্জ পৌরসভার সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গরুহাট বাজারে এসে এক গণসমাবেশে পরিণত হয়।শোভাযাত্রা ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিজয়ের পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তিনি বলেন,জনগণের ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ বিজয় জনগণের, গণতন্ত্রের। এই জয় একটি নতুন বাংলাদেশের সূচনা।এ সময় আরও উপস্থিত ছিলেন,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ভূইয়া মনি,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম- আহবায়ক মো.আতিকুর রাজ্জাক ভূঞা হিরা,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.রুহুল আমিন মাস্টার,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আব্দুল্লাহ আল মামুন খোকন,ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক শরীফ আহমেদ জায়েদী,ময়মনসিংহ উওর জেলা যুবদলের সহ-সভাপতি আজিজুল হাই সোহাগ,ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার,ঈশ্বরগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট এ.এস.এম সারোয়ার জাহান,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো.নূরে আলম জিকু,ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক মো.জুলফিকার আলী টিপু,যুগ্ম আহ্বায়ক হায়দার আলী,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ হারুন,পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদসহ উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মিছিল শেষ বক্তারা বলেন,গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে বিএনপি সবসময় জনগণের কণ্ঠস্বর হয়ে থাকবে।