খুলনা ডুমুরিয়ার মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়েছে।৫ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ টা থেকে দিবসটি সফল করতে ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা আঠারোমাইল বাজারে দলীয় কার্ষালয়ে জড়ো হয়ে ব্যান্ড পার্টি নিয়ে বিকাল ৫ টায় বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ সহ আনন্দ মিসিল করে এবং পথ সভার মধ্য দিয়ে শেষ হয়েছে।উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার শহাদত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদ মোঃ মশিয়ার রহমান।এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম শেখ।ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ আবু বকর সিদ্দিক।ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিশ্বাস।ডুমুরিয়া উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদিকা মোছা: রেবেকা সুলতানা, অন্যতম সদস্য মেরি বেগম।আরো বক্তব্য রাখেন, ডুমুরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আসাদুজ্জামান (আসাদ) যুবদল নেতা তৈহিদুজ্জামান তিতাস,যুবদল মোঃ রিপন, যুবদল নেতা মোঃ ডালিম, যুবদল নেতা মনজুর শেখ সহ উপস্থিত ছিলোইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।