আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)”জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছের কোনো বিকল্প নেই”বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ বাস্তবায়নে প্রতি বছরের মতো এবছরও রূপসা উপজেলার একাধিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে স্বেচ্ছাসেবী সংগঠন আর,আর,এন। এই মহতী উদ্যোগের সাথে যৌথভাবে অংশগ্রহণ করেছে পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল।গতকাল ০৮-০৮-২৫, শুক্রবার আর,আর,এন ও আলোর মিছিলের যৌথভাবে রোপণকৃত গাছের পরিচর্যায় নেটজাল (গাছের সুরক্ষা) প্রদান করা হয়।এ সময় আর,আর,এন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব ইজাবুল কায়েশ আলোর মিছল রূপসার বন্যপ্রাণী উদ্ধার কর্মী জনাব তাহমিদ এর হাতে উপহার সামগ্রী হস্তান্তর করেন।এ সময়ে তিনি বলেন “বৃক্ষ পৃথিবীর বুকে এক একটি অক্সিজেন সিলেন্ডার। তাই পরিবেশ রক্ষার্থে গাছের কোনো বিকল্প নেইএ সময়ে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মিনহাজ মোর্শেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি সজীব হাসান তপু, সাবেক সাধারণ সম্পাদক মাহদী হাসান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক কোষাধ্যক্ষ মুস্তাকিম ফেরদৌস, সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক শোয়েব, ওমর, মোস্তফা, নয়ন সহ অন্যান্য সদস্যবৃন্দ।এই উদ্যোগটি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে এবং আগামী দিনগুলিতে আরও অনেক কার্যক্রম গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন র্যাপিড রেসপন্স নেটওয়ার্ক।