1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে, ধর্মপাশায় বিএনপির জনসভা বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না -আবুল হোসেন আজাদ মোহনগঞ্জে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কাজী ইমদাদুল হকের মতবিনিময় ঈশ্বরগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুজনের মানববন্ধন-রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি কসবায় পুলিশের বিশেষ অভিযানে আট কেজি ভারতীয় গাঁজা উদ্ধারসহ তিন নারী গ্রেফতার সবুজ-পরিচ্ছন্ন ঈশ্বরগঞ্জ গড়তে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত রূপসায় স্বেচ্ছাসেবী সংগঠন আরআরএন কর্তৃক পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলকে সহযোগিতা গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন

ঈশ্বরগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুজনের মানববন্ধন-রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা। রবিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।সভাপতিত্ব করেন সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নীলকণ্ঠ আইচ মজুমদার। এসময় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, উচাখিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান সেলিম প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সদস্য আরমান শরীফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাবিকুজ্জামান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ইসহাক, সাংবাদিক ম. সেলিম, মোহাম্মদ আলী, উবায়দুল্লাহ রুমি, হুমায়ুন কবীর, ফয়সাল আহমেদ, মাহবুবুল আলম সোহাগ, আরিফুল ইসলাম, আসাদুল্লাহ হাদিস, হুসাইন মোহাম্মদ তারেক, ফয়সাল আহমেদ শাকিল, আনোয়ারুল বারী সুমন, সাংবাদিক ও সুজন সদস্য হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, আবুল মুনসুর, অলক ঘোষ ছোটন, হাবিবুর রহমান, মোশাররফ হোসেন, সমীর কুমার দে, শ্রাবণী কুর্মি ও পলি আক্তার।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্যে দিবালোকে তুহিনকে হত্যার ঘটনা দেশের সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও ক্ষোভের। তারা বলেন, এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; অতীতে সাগর-রুনিসহ বহু সাংবাদিকের ওপর হামলা, হত্যা ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিচার হয়নি।বক্তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা যদি দায়িত্বশীলভাবে কাজ করতে পারেন, তাহলে বাকি তিন স্তম্ভ—আইনসভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ—সঠিকভাবে কার্যকর হয়। সাংবাদিকরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করেন, কিন্তু প্রভাবশালী মহল ও অপরাধী চক্রের হুমকি, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানির শিকারও হতে হয় প্রায়ই।তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষায় কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট