মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার) কসবা ব্রাহ্মণবাড়িয়া/কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদেরের সার্বিক পরিচালনায় বৃহস্পতিবার বিকেল ৩টায় কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে এসআই ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল খাদ্য গুদামের পাশের পাকা রাস্তা থেকে আট কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।এসময় তিন নারীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— গোপিনাথপুর ইউনিয়নের মধুপুর গ্ৰামের মৃত জজু মিয়ার মেয়ে মোছাম্মৎ তাসলিমা আক্তার, আকুবপুর গ্ৰামের একরাম মিয়ার মেয়ে মোছাম্মৎ বিউটি আক্তার এবং নিমবাড়ী পশ্চিম পাড়া গ্ৰামের নোয়াব মিয়া প্রকাশ নবী মিয়ার স্ত্রী জিয়াসমিন আক্তার।এবিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল কাদের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “কসবাকে মাদকমুক্ত করতে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।