চয়ন চৌধুরী/রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার দুপুর ২টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরের গরুহাট্টার মাঠে এ জনসভার আয়োজন করা হয়।অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালিব খান।উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মো. মাহবুবুল আলম হাদিসের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন, মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক আবে হায়াত, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বিআরডিবি’র চেয়ারম্যান আফসারুল আলম চন্দন পীর, মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল বাশার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ শান্ত, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ, সুখাইর-রাজাপুর উত্তর ইউনিয়নের সাবেক সভাপতি আফতাব উদ্দিন, সেলবরষ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. সোনা মিয়া প্রমূখ।এদিকে, বিএনপির এ জনসভাকে সফল করতে রবিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত-শত নেতাকর্মী আলাদা-আলাদা মিছিল নিয়ে উপজেলা সদরের সভাস্থলে এসে জড়ো হয় এবং হাজারো নেতাকর্মীর অংশ গ্রহণে জনসভাস্থলটি পরিপূর্ণ হয়ে উঠে।