পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদ্যাপিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওই দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে যুব র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট-২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা-এর সভাপতিত্বে এবং পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন-এর সঞ্চালনা আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির কেশবপুর কমিটির সদস্য তাহমিদ আহসান মিশাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াসির আরাফাত, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর আশরাফুজ্জামান, NCP সদস্য মোঃ নিশাত প্রমূখ।আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে দেশ গঠন ও উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভা শেষে ২৩ জন যুবককে ১৭’লক্ষ ৬০’হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, নিউজক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অনুষ্ঠানে যৌথভাবে অংশগ্রহণ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (YPAG) এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG)-এর সদস্যবৃন্দসহ বিভিন্ন যুব উন্নয়ন সংস্থা ও সামজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।