পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশপুরের মঙ্গলকোট ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট-২৫) বিকেলে ওয়ার্ডের যুবদল নেতা ইউনুস আলীর বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউছুফ আলী, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা।এছাড়া আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর মহিলা দলের নেত্রী রেক্সনা খাতুন প্রমুখ। এ সময় ওই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ ওয়ার্ডের শতাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।