আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সাংবাদিক সৌরভসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও মিথ্যা মামলার বিরুদ্ধে খুলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’ (BJPC) এ কর্মসূচির আয়োজন করে।ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গঠিত ‘বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাংবাদিক, সমাজকর্মী, গবেষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদমাধ্যম দেশের চতুর্থ স্তম্ভ এবং সাংবাদিকরা জনগণের পক্ষে কথা বলে সমাজের সমস্যা সরকারের সামনে তুলে ধরেন। সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন বা মিথ্যা মামলা শুধু ব্যক্তি নয়, দেশের গণতন্ত্রের জন্যও হুমকি। তাই এসব ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে।সভাপতির বক্তব্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি কৌশিক দে বলেন, “সাংবাদিক তুহিনকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক সমাজ নয়, গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছে। সাংবাদিকরা সত্য প্রকাশ করেন বলেই অনেকের রোষানলে পড়েন, কিন্তু এজন্য তাদের জীবন দিতে হবে—এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই এই হত্যার দ্রুত বিচার হোক এবং সাংবাদিকদের ওপর সব ধরনের হামলা বন্ধ হোক।কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ. এম. আলাউদ্দিন বলেন, “সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা মাঠে কাজ করি জনগণের জন্য, সত্য তুলে ধরার জন্য—অপরাধীদের আড়াল করার জন্য নয়। যদি সাংবাদিকরা ভয়ভীতির মধ্যে কাজ করেন, তবে সত্য প্রকাশ অসম্ভব হয়ে যাবে। তাই সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।সংগঠনের সভাপতি কৌশিক দে-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. নুরুজ্জামান, আবুল হাসান হিমালয়, সুমন আহমেদ, আহমেদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, ইয়াসিন আরাফাত রুমি, রকিবুল ইসলাম মতি, ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, নূর হাসান জনি, মো. নুরুল আমিন, রাজু আহমেদ, এম. এ. আজিম, মামুন হাচান, ওয়াহিদ মুরা, নাজিম সরদার , মাসুম সরদার, শামীম র্প্রমুখ।বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, এবং অন্যান্য হামলা ও নির্যাতনের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে দেশের প্রতিটি সাংবাদিককে পেশাগত দায়িত্ব পালনে নির্ভয়ে কাজ করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান।