আব্দুর রশিদ/রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা এর সার্বিক সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন, দুদক সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপ সহকারী পরিচালক মোঃ মহসীন আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ হাসানুজ্জামান। দুপ্রক সভাপতি চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা দুপ্রক সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠানে জেলা দুপ্রক সদস্য সাকিবুর রহমান ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। দুপ্রক সহ সভাপতি রোকনুজ্জামান ও সহ সভাপতি জি এম মুজিবুর রহমান, সদস্য মমতাজ হেলেন, আল মামুন, রেহেনা খাতুন ও খুকুরানী উপস্থিত ছিলেন।বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি দল অংশ নেয়। যাদের মধ্যে শরাফপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় দল প্রথম স্থান অধিকার করে। বিজীত দল আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দলনেতা রিফাত নূর। বিচারকের দায়িত্বে ছিলেন, প্রভাষক সজল আঢ্য (মডারেটর), প্রভাষক আক্তারুজ্জামান প্রিন্স ও প্রভাষক গোলাম কবির। রচনা প্রতিযোগিতায় ১১টি বিদ্যালয়ের ৫৫ জন প্রতিযোগি ‘ক’ ও ‘খ’ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। ক গ্রুপে কাদাকাটি স্কুলের কোয়েল গাইন প্রথম স্থান, গুনাকরকাটি স্কুলের মুমতাহিনা ২য় ও আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আকসা ইসলাম ৩য় স্থান এবং খ গ্রুপে আশাশুনি সরঃ মাধ্যমিক বিদ্যালয়ের মিলি মল্লিক ১ম, সুমনা খাতুন ২য় ও মাড়িয়ালা হাই স্কুলের কোয়েল মন্ডল ৩য় স্থান অধিকার করে। সবশেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরন করা হয়।