আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)ইসলামিক ফাউন্ডেশন রূপসা উপজেলা কার্যালয় আয়োজিত মাসিক সমন্বয় সভা ১৯ আগস্ট মঙ্গলবার সকাল দশটায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।উপজেলা ফিল্ড সুপারভাইজার এরশাদল গনির সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন রূপসা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মুফতি মাওলানা কামরুল ইসলাম।উপজেলা মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ কেয়ারটেকার আবু বক্কর সিদ্দিক, হাফেজ হামিদুল ইসলাম, মোঃ: আমানুল্লাহ, আখতার খান, শিক্ষক হাফেজ শাহজাহান হাওলাদার, গোলাম রব্বানী, মাওলানা আমিরুল ইসলাম, জামশেদ হোসাইন, এম এ সালাম, মোশারফ হোসেন।এ সময় বিভিন্ন মসজিদের ইমামগণ,নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।