শাহ আলম কৌশিক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ঈশ্বরগঞ্জ পৌর বাজার ছাগল মহলস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয়ে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা মার্কেট গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা,যুগ্ম আহ্বায়ক শরীফ আহম্মেদ জায়েদী,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সারোয়ার ভূঁইয়া (পলাশ),উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক রফিকুল ইসলাম রফিক,সদস্য সচিব কামাল হোসেন সরকার,যুগ্ম আহবায়ক সেলিম মোল্লা,উপজেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ চকদার,সদস্য সচিব হারুন অর রশিদ,যুগ্ম আহবায়ক রনি রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর আলম সিদ্দিকী পলাশ, সদস্য সচিব মাহবুব আলম কাজল, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন এবং সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহ সৌরভসহ ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন আমাদের সবাইকে মিলেমিশে রাজনীতি করতে হবে। কোনো ধরনের গ্রুপিং বা বিভাজন চলবে না। মনে রাখতে হবে, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেখানে ঐক্যই আমাদের মূল শক্তি। দলের মধ্যে যদি কেউ সমাজের বিতর্কিত ব্যক্তি অথবা অতীতে আওয়ামী লীগে সম্পৃক্ত থাকা চিহ্নিত লোকদের নিয়ে সংগঠনের ভারী করার চেষ্টা করে এবং এর প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গণমুখী সংগঠন গড়ে তুলতে।অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।