আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা-৪ আসনের ( রূপসা-তেরোখাদা দিঘলিয়া) নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।উপজেলার সামন্তসেনা সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে ২২ আগস্ট শুক্রবার সকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমির ও জামায়াতে ইসলামী মনোনীত খুলনা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নিয়ে কে অনঢ় থাকলো বা কে থাকলো না সেটি কোন বিষয় না । আমরা আমাদের ন্যায্য দাবি তুলে ধরেছি। হয় এই নির্বাচনে আমাদের দাবি মানতে হবে। মানবেন কি মানবেন না এ চর্চা থাকতে হবে ।কেয়ারটেকার সরকারও এক সময় আমাদের দাবি ছিল কেয়ার টেকার সরকার ফ্যাসিস্ট স্বৈরাচার পলাতক সাবেক সরকার বাতিল করেছিল, আমরা আদালতের মাধ্যমে সেটিকে পুনরুদ্ধার করেছি।তিনি আরো বলেন এখনকার বাস্তবতায় আমরা আগামী সংসদ নির্বাচনে প্রিয়ার পদ্ধতি দাবি করছি, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের অংশ হিসেবে দল থেকে মেধাবীরা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।খুলনা ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আবু ফয়সালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মুন্সী মিজানুর রহমান, জেলার শুরা ও কর্ম পরিষদ সদস্য স.ম এনামুল হক, রূপসা উপজেলা জামায়াতের আমির মাওলানা লবিবুল ইসলাম।অনুষ্ঠানে রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও খুলনা ৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হাবিবুল্লাহ ইমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার রেজাউল কবির খান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সেক্রেটারি নাজিমউদ্দিন, অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সত্যের স্বাক্ষ শিল্প গোষ্ঠীর সদস্যবৃন্দ।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন
আইজগাতি ইউনিয়ন আমির মাওলানা হেকমত আলী, শ্রীফলতলা ইউনিয়ন আমির মোল্লা সেলিম আজাদ,
নৈহাটি ইউনিয়ন আমির মুফতি মাওলানা মহিউদ্দিন, টিএসবি এসবি ইউনিয়ন আমির প্রফেসর আসাদুজ্জামান
ঘাটভোগ ইউনিয়ন সভাপতি নাসিম সরদার, ইউনিয়ন সেক্রেটারি যথাক্রমে মোঃ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা গোলাম রসুল, মোঃ আলামিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।