1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে যুবদল নেতা উজ্জ্বলের জানাজায় ভাই হত্যার বিচার চাইলেন কাউন্সিলর বাবু সাংবাদিক মোস্তফা কামালের পিতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া আশাশুনিতে ৭ ডিসেম্বর আশাশুনি মুক্ত দিবস পালিত ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ধর্মপাশায় অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনের ৫০ হাজার টাকা অর্থদণ্ড কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কেশবপুরে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ আশাশুনির বড়দলে রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ, সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময় ধর্মপাশার সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শিল্পী আর নেই কেশবপুরে অস্ত্র-গুলি,গাঁজা ইয়াবাসহ ৪জন গ্রেফতার

রূপসায় আজিজুল বারী হেলালের নিজস্ব অর্থায়নে গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কার্যক্রম শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম(স্টাফ রিপোর্টার)রূপসার পালেরহাট থেকে আলাইপুর আসার একমাত্র গুরুত্বপূর্ণ সড়ক হলো পালেরহাট আলাইপুর সড়ক। এই সড়কটির বেহালদশা নিয়ে বিভিন্ন গন্যমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল পড়ুয়া, কৃষক, দিনমজুর থেকে শুরু করে হাজারো মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু রাস্তাটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়ে দুরবস্থা যান চলাচলকে প্রায় অচল করে তুলেছে। ভ্যান, অটোরিকশা ও ইজিবাইক চালকরা কোনোভাবে ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটে দূর্ঘটনা। গনমাধ্যমে প্রকাশিত সেই নিউজটি চোখে পড়ে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক রূপসার সন্তান আজিজুল বারী হেলালের। তিনি তার নিজস্ব অর্থায়নে এবং তাৎক্ষণিক খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দকে রাস্তাটির সংস্কার করার নির্দেশ প্রদান করেন এবং সংস্করণের সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন বলে জানান। ২৪ আগষ্ট সকালে রাস্তাটির সংস্কার কার্যক্রম শুরু হয় খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর তত্ত্বাবধানে। সকাল থেকেই রূপসা উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাস্তার সংস্কার কাজে নেমে পড়েন। তারা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর তত্ত্বাবধানে দিনভর কার্যক্রম পরিচালনা করে পালেরহাট থেকে আলাইপুরের রাস্তাটির সম্পূর্ণ সংস্কার করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপি নেতা মোল্যা এনামুল কবীর,এম এ সালাম, জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, রূপসা উপজেলা বিএনপি নেতা বাশির মোল্যা, হুমায়ুন কবীর,ফরহাদ হোসেন, বিএনপি নেতা মিকাঈল বিশ্বাস,শ,ম হাসিবুর রহমান, মাঈনুল হাসান,রবিউল ইসলাম রবি,ইউপি সদস্য কুদ্দুস শেখ,ইয়াসিন সরদার, সিরাজুল মোল্যা, শেখ জাহিদুর রহমান, জহিরুল হক শারাদ,আরাফাত রহমান ডালিম,টিটো জমাদ্দার,মনি শংকর রায়, ইয়াসিন, আরাফাত হোসেন, শহিদুল্লাহ বুলবুল,রউফ শিকদার, আমজাদ শিকদার, গাজী আব্দুল কুদ্দুস,কেরামত আলী, কবির শেখ, আমিন খান,আসলাম লস্কর,কামরুল,তুহিন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট