মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসময় এক নারীকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, রবিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে কসবা উপজেলার তারাপুর এলাকায় অভিযান চালানো হয়। এস আই ফারুক হোসেন ও সংঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। এসময় পলাতক আসামি আলমগীরের ভাড়া করা ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে তিন বস্তায় রাখা মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মদের মধ্যে ছিল ২০ বোতল Signature Premier Whisky, ১১ বোতল Royal Stag, এবং ১১ বোতল Blenders Pride Exclusive Premium Whisky।অভিযানকালে ওই বাসা থেকে রোকসানা আক্তার নামে এক নারীকে আটক করা হয়। তিনি পলাতক আসামি আলমগীরের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।ঘটনার বিষয়ে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।।