1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শামুক নিধনে পরিবেশের ভারসাম্য বিপর্যয়ের আশংকা শালিখায় অসহায় নববধূকে স্বামীর বাড়ি তুলে দিতে সাহায্যের হাত বাড়ালেন বিশিষ্ট সমাজ সেবক -কাজী আল আমিন ধর্মপাশায় মুক্তিযোদ্ধাকে নানা সাজিয়ে ভুয়া তথ্যে পুলিশে চাকরি তুয়ারডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষককে নিয়ে অশ্লীল ও কটুক্তির প্রতিবাদে মানববন্ধন মোহনগঞ্জে উন্মুক্ত জলাশয় সরকারিভাবে লিজ দেওয়ার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ ডুমুরিয়ায় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্ন শুভ মহালয়া রূপসায় বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত যশোর-৬ কেশবপুর আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ ডুমুরিয়ায় চালের দাম কমলেও স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে আওয়ামী শাসনামলে বিএনপির নেতা কর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে-আবুল হোসেন আজাদ

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসন পুনর্গঠনের আবেদন খারিজ করেছেন কমিশন

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনকে মনিরামপুর ও অভয়নগরের সঙ্গে পুনর্গঠনের আবেদন সোমবার (২৫ আগস্ট) নির্বাচন কমিশন খারিজ করেছেন।কেশবপুরের ভৌগোলিক অবস্থান এবং বাদি সুকৃতি মন্ডল হাজির না হওয়ায় বিচারক কেশবপুরের পূর্বের আসনই বহাল থাকবে মর্মে রায় দিয়েছেন।বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন মিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে আজ ২৫ আগস্ট শুনানির দিন ধার্য করেন। আসন পুনর্গঠনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসে ওঠে যশোর-৬ কেশবপুর আসনের সাধারণ ভোটাররা।গত কয়েকদিন কেশবপুরের সামাজিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠন, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ বিক্ষোভ প্রদর্শন ও আন্দোলন করে আসছেন। ভোটারদের সাথে নিয়ে রাজনৈতিক দলগুলো মানববন্ধন, আলোচনা সভা, বিক্ষোভ মিছিল, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। পাশাপাশি মামলা লড়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের নেতৃত্বে রোববার সকাল ১১টায় ভোটাররা বিক্ষোভ মিছিল নিয়ে যশোর জেলা নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছেন যশোর-৬ আসনের। একই দিন দুপুরে কেশবপুর শহরে মানববন্ধন বিকালে প্রেসক্লের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ও কেশবপুরের বণিক সোসাইটির পক্ষ থেকে কেশবপুরে আসনের অখণ্ডতা বজায় রেখে ভোট অনুষ্ঠানের দাবিতে প্রধান নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয় যশোর জেলা নির্বাচন কর্মকর্তার নিকট।
সোমবার (২৫ আগস্ট) সকালে কেশবপুরের জনগণ ঢাকায় প্রধান নির্বাচন অফিসের সামনেও মানববন্ধন করেন এবং সুকৃতি কুমার মণ্ডলের দায়ের করা আবেদনের মামলার শুনানিতে ব্যারিস্টার জাকির হোসেন মোকাবেলা করেন।এরপর ব্যারিস্টার জাকির হোসেনের ব্যাখ্যায় কেশবপুরের ভৌগোলিক অবস্থানসহ নানা দিক দিয়ে তুলে ধরা হয় বলে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ নিশ্চিত করে জানান, বিচারক আমাদের ব্যাখ্যায় এবং আবেদনের বাদী সুকৃতি কুমার মন্ডল হাজির না হওয়ায় বিচারক তার আবেদনটি খারিজ করে দেন এবং কেশবপুর আগের অবস্থানেই থাকবে বলে রায় দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট