নিজস্ব প্রতিবেদক /খুলনা ডুমুরিয়ার ২৮ নম্বর চুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে (২৭ আগষ্ট) বুধবার বেলা ১১ টায় মা ও অভিভাবক সমাবেশ এবং পিটিএ কমিটি গঠন করা হয়েছে। সমাবেশ শেষে উপস্থিত অভিভাবকদের মতামতের ভিত্তিতে সর্বাসম্মতি ক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লতিকা রানী রায় সদস্য সচিব ও শিক্ষক বিশ্বজিৎ সরকার শিক্ষক প্রতিনিধিরর উপস্থিতিতে শান্তু মিত্রকে সভাপতি ও তাসনিম সুলতানা পিংকিকে সহ-সভাপতি করে ৮ সদস্য বিশিষ্ট পিটিএ কমিটি গঠন করা হয়।কমিটির অন্যোন্য অভিভাবক সদস্যরা হলেন,সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম, সদিয়া সায়মা হিমি,শিউলি খাতুন, মিতু নারী রায়, মোঃ মাসুদ রানা,ঈন্দ্রজিৎ দে।এসময় উপস্থিত ছিলেন,উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।