চয়ন চৌধুরী/সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে ৩ দিন ধরে অবস্থান করছেন তিন সন্তানের জননী।গত মঙ্গলবার রাত ১২টা থেকে পরকীয়া প্রেমিক কৃষক মুমিন মিয়ার (২৪) বাড়িতে অবস্থান করছেন ওই নারী। এ ঘটনার পর থেকেই অভিযুক্ত কৃষক মুমিন মিয়া এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।অভিযুক্ত পরকীয়া প্রেমিক কৃষক মুমিন মিয়া উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের হারুন মিয়ার ছেলে এবং পরকীয়া প্রেমিকার বাড়ি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের এক কৃষকের স্ত্রী এবং তিন সন্তানের জননী।এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই প্রেমিক মুমিন মিয়ার বাড়িতে এলাকার শত-শত নারী-পূরুষ এসে ভীড় করছেন।ভুক্তভোগী নারী জবা আক্তার জানান, দীর্ঘদিন ধরে মুমিন মিয়ার সাথে তার পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পাশাপাশি সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এ অবস্থায় গত কিছুদিন আগে থেকে আমি তাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করার পর থেকেই সে আমার সাথে তালবাহানা শুরু করে। এতে নিরুপায় হয়ে বিয়ের দাবিতে আমি তার বাড়িতে এসে অবস্থান করছি এবং সে আমাকে বিয়ে না করলে আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবেনা।অভিযুক্ত মুমিন বলেন, জবা আক্তারের সঙ্গে আমার দেবর-ভাবীর সম্পর্ক মাত্র। তার সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। এখন সে আমার সাথে যেটা করছে তা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না।স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, সামাজিকভাবে বসে এ বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা হয়ে উঠেনি। তবে চেষ্টা চলছে।এ ব্যাপারে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।