
মোঃ জামশেদ মিয়া(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুই মাদক ব্যবসায়ী।পুলিশ জানায়, শুক্রবার রাতে কসবা থানার এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায় দুই মাদক ব্যবসায়ী— মোঃ বাছির মিয়া ওরফে সুজন, কসবায় বায়েক ইউনিয়নের বাসিন্দা এবং শাহিন মিয়া, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাসিন্দা।তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ৩২ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।