মোঃ আসাদুল ইসলাম মিন্টু/ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে রবিবার(৩১আগস্ট) সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাব ত্রিশালের আয়োজনে ত্রিশাল বাসস্ট্যান্ডে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের সহকারী পরিচালক রাশেদুল আনাম।উপজেলা প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান জুয়েলের সভাপতিত্বে ও সম্মানিত সদস্য-১ নাজমুল হাসান জীবনের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন সরকারি নজরুল একাডেমির সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) একেএম কামরুল হাসান।শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনম তারেক হাসান বাবু সরকার।এছাড়াও সাংবাদিক শরীফুল ইসলাম, হানিফ আকন্দ,আব্দুল কাদের,নুরুল আমিন দারা, মোঃ আসাদুল ইসলাম মিন্টু,আবু রায়হান সজিব,মোস্তাকিম বিল্লাহ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।কবির জীবন ও কর্মকে তুলে ধরে স্মরণ সভায় প্রধান আলোচক রাশেদুল আনাম বলেন, কবি নজরুল ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অসম্ভব প্রতিভাধর কবি। তিনি বৈচিত্র্যময় জীবনের অধিকারী ছিলেন। তার সৃষ্টি ও কর্মের মাধ্যমেই আমরা তা পেয়েছি।কাজী রফিজউল্লাহ দারোগার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, তখনকার দুখুমিয়ার প্রতিভা অন্বেষণ করে কাজী রফিজউল্লাহ দারোগা যদি সেই কলকাতার আসানসোল থেকে ত্রিশালে নিয়ে না আসতো তাহলে সে জাতীয় কবি হতো কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ থেকে যায়।কবির প্রয়াণ দিবসকে কেন্দ্র করে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজনের জন্য উপজেলা প্রেসক্লাব ত্রিশালকে ধন্যবাদও জানান তারা।সভা শেষে কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।