পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইউনিয়নের চিংড়া বাজারস্থ দলীয় কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।সোমবার (০১ সেপ্টেম্বর-রাতে ইউনিয়ন উলামা দলের সভাপতি শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শওকত আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আজিজ শেখ, কোষাধ্যক্ষ শাহজাহান গাজী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমান। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন মিন্টু, ২নং ওয়ার্ডের সভাপতি ইউসুফ আলী, ৩নং ওয়ার্ডের সভাপতি মজিদ সানা, ৪নং ওয়ার্ডের সভাপতি ইলিয়াস হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি মহিউজ উদ্দিন শেখ, ৬নং ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন, ৭নং ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান মির্জা এবং ৮নং ওয়ার্ডের সভাপতি কাজী মনোয়ার আবু তাহের বাবু।সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত থেকে দলের কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।