পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে উৎসবমুখর পরিবেশে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।রোববার (৩১ আগস্ট-২৫) বিকেলে বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম কেশবপুরের সভাপতি শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক শিক্ষক কামরুজ্জামান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।