1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

তালায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মারামারি আহত ৮,দুই জনের অবস্থা আশঙ্কা জনক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক /তালায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছে। এর মধ্যে বিউটি বেগম ও করিম খাঁ’র অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সুভাশুনি খাঁ পাড়া এলাকায় ভিকটিমের জমির উপর এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, সুভাশুনি এলকার মৃত জাহাবক্স খাঁ’র ছেলে আকবার হোসেন গংদের সাথে আশরাফ হোসেন খাঁ গংদের মধ্যে দীর্ঘদিন যাবৎ সুভাশুনি মৌজায় পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো।এক পর্যায়ে পূর্বপরিকল্পিত ভাবে আরশাফ গংদের সরাসরি পক্ষ নেয় তেঁতুলিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনিরুজ্জামান মনু (৫০)। তিনি অর্থাৎ মনু মেম্বর ও মাসুম খাঁ (৩৫) নেতৃত্বে আশরাফ খাঁ (৪০),আলতাফ খাঁ(৪৩), আবুল খাঁ (২৬),শফিকুল (৪৫), রবিউল ইসলাম (৪৫) ও বাবু খাঁ (৩৫)সহ অজ্ঞাত ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতকারী তাদের হাতে থাকা লোহার রড, বটি, দাঁ,বাঁশের লাঠি সোটা হাতুড়ি ও দেশিয় অস্ত্র নিয়ে অর্তিকিত হামলা চালায়। এসময় খুন করার উদ্দেশ্য প্রতিপক্ষ করিম খাঁ (৭০) এর মাথায় ধারালো দাঁ দিয়ে কোপ মারলে লক্ষ ভ্রষ্ট হয়ে হাত দিয়ে ঠেঁকাইতে গেলে হাতের ৩ টি আঙ্গুল কেটে বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়। এসময় বিউটি বেগম (৪৮) এগিয়ে আসামাত্র তার মাথা লক্ষ করে কোপ মারে। এতে রক্তাক্ত জখম ও সঙ্গাহীন হয়ে দুই জন মাটিতে লুটিয়ে পড়। এক পর্যায়ে বিউটি বেগমের পরনে থাকা কাপড় টেনে হেঁচড়ে খুলে শ্লীলতাহানির ঘটনা ঘটায়।
পরবর্তীতে ঠেকাইতে গেলে আক্তারুল খাঁ (৩২), বাসারাত হোসেন (৩৫),আমজাদ খাঁ (৫৫) ও সাদ্দাম হোসেন (৩০)কে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা হাতুড়ি ও লাঠি দিয়র বেদম মারপিট করে। এ ঘটনায় ৬ আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।অপর পক্ষ আশরাফ গংদের মধ্যে আহত হয়েছেন শফিকুল ইসলাম (৩৫),খোকন (২৮) ও মনিরুজ্জামান মনু(৫০) বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের আব্দুল মজিদ খাঁ জানান, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর মনু মেম্বর তার বাহিনী ও মাসুম খাঁ’র নেতৃত্বে হামলা চালিয়ে অর্তর্কিত মারপিট করে।এঘটনায় নারি পুরুষসহ আমাদের ৬ জন গুরতর আহত হয়েছেন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কা জনক। তবে অভিযুক্ত মনু মেম্বর মুঠোফোনে জানান,জমিজমা সংক্রান্ত একটি শালিস বৈঠক চলছিল সেখানে উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। নিজও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।তালা থানা অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ঘটনার সত্যতা শিকার করেন। তিনি বলেন উভয় পক্ষের মধ্যে মারিমারি ঘটনা ঘটেছে। দুই পক্ষের লোকজন আহত হয়েছে। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট