পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক কমরেড নিজাম উদ্দীন-এর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর-২৫) কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। সকালে ১০টায় মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতিস্তম্বে শ্রদ্ধা নিবেদন, পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক সনদ বসু হরি-এর সভাপতিত্বে এবং সদস্য মোসলেম উদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু।বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর খেলাঘর-এর সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান।অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রাণী বিশ্বাস, সহকারী শিক্ষক অশোক কুমার মণ্ডল, প্রয়াত নিজাম উদ্দিন-এর ছেলে নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের সদস্য সচিব এস,এম রবিউল আলম, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডল, ইউপি সদস্য মশিয়ার রহমান, পল্লী চিকিৎসক আব্দুল গফ্ফার, সমাজ সেবক মাজহারুল ইসলাম প্রমূখ। দোয়া পরিচালনা করেন, মাওলানা রেজাউল করিম।উল্লেখ্য, কেশবপুরের কৃষক বন্ধু নিজাম উদ্দিনের ইং- ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সে থেকে প্রতিবছর ওই তারিখে জাঁকজমকভাবে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে।