পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুর উপজেলার কাঁস্তা গহর আলী দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর-২৫) সকালে অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন, এডহক কমিটির সভাপতি জিয়াউর রহমান বাবু। সভায় উপস্থিত ছিলেন, সদস্য সচিব ভারপ্রাপ্ত সুপার আব্দুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আব্দুল লতিফ ও অভিভাবক সদস্য মোঃ রফিকুল ইসলামসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি রাশেদ শেখ, ৫ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি শাহিনুর রহমান এবং কাঁস্তা নতুন বাজারের সভাপতি আনোয়ার শেখ।পরিচিতি সভা শেষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাওলানা ইব্রাহিম হোসেন।