পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুরে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর-২৫) বিকেলে উপজেলার আলতাপোল আজাদ স্পোটিং ক্লাবের উদ্যোগে ওই ক্লাবের মাঠে খেলটি অনুষ্ঠিত হয়।আজাদ স্পোটিং ক্লাবের সভাপতি ও কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়ড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।অনুষ্ঠিত ওই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দীন আলা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম প্রমূখ। বিভিন্ন এলাকার শত শত দর্শক খেলার মাঠে ভিড় করেছিলেন।