
চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে ২০২৫ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১১৪ কৃতী শিক্ষার্থীকে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে ভাটিবাংলা নাগরিক ফোরাম নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক প্রেসিডেন্ট, ট্যাক্সেস আপীলেট ট্রাইব্যুনাল ও কর কমিশনার, এনবিআর, কাজী ইমদাদুল হক।উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণের সভাপতিত্বে ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম চন্দনের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এমএ কাদের, মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল প্রমূখ।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ উপস্থিত জিপিএ-৫ প্রাপ্ত ১১৪ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তোলে দেন।এ বিষয়ে ‘ভাটিবাংলা নাগরিক ফোরামের’ সদস্য সচিব আশিক হাসান রুমন বলেন, ২০২৫ সালে আমাদের এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়েছে। তাদের কৃতিত্বপূর্ণ এ ফলাফল অত্যন্ত আনন্দের ও গৌরবের। কিন্তু এ গৌরব শুধু ওই শিক্ষার্থী বা তাদের অভিভাবক অথবা শুধু তাদের স্কুলের নয়। এ গৌরব এ সমাজের তথা আমাদের ভাটি অঞ্চলের সকলেরই। আর এ জন্যই আমরা এবার ভাটিবাংলা নাগরিক ফোরামের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের জন্য এ সংবর্ধনার আয়োজন করি।