পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার”-এই স্লোগানকে সামনে রেখে কেশবপুরে পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫।দিবসটি উপলক্ষে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় এবং কেশবপুরে স্থানীয় বেসরকারি সংস্থা প্রকাশ গণ কেন্দ্রের আয়োজনে ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু’ দিবস উপলক্ষে পরিষ্কার পরিছন্নতা, বৃক্ষরোপণ কর্মসূচি ও কার্বন ডাই অক্সাইড উৎপাদন কমিয়ে আনার অঙ্গীকারবদ্ধ হয়ে স্বাক্ষর ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।রোববার (০৭ সেপ্টেম্বর-২৫) প্রকাশ গণ কেন্দ্রের সভাপতি ইউসুফ আলী-এর সভাপতিত্বে এবং প্রভাষক রোকনুজ্জামান-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ গাজী ফারুকে আজম, প্রভাষক শাহজাহান আলী, প্রভাষক রফিকুল ইসলাম প্রমূখ।অনুষ্ঠানে শিক্ষার্থী, এনজিও কর্মী, নারী সংগঠনের সদস্য, কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী ও পরিবেশ কর্মীরা অংশ নেন।বক্তারা বলেন, আজ আমরা এখানে মিলিত হয়েছি ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ উদযাপনে। ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’-এই স্লোগানটি শুধু একটি কথা নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। নির্মল বায়ু প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আমাদের ছোট ছোট সচেতনতা, যেমন-গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেওয়া, আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। আসুন, আমরা সবাই মিলে বায়ুকে দূষণমুক্ত রাখার অঙ্গীকার করি এবং একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ি।