1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

ডাকসু ও রাকসু নির্বাচনে শালিখার ৫ কৃতি সন্তান

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

জসীম উদ্দীন/সঠিক নেতৃত্ব তৈরির কারিগর হল দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসা অনেক ছাত্র নেতা পরবর্তী সময়ে জাতীয় রাজনীতির হাল ধরেছে।তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (রাকসু) নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে বিরাজ করছে নতুন আমেজ। প্রার্থী হয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পড়তে যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আমাদের শালিখা থেকে প্রথম বারের মত এবার ডাকসু এবং রাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন ৫ জন কৃতি সন্তান।খোঁজ নিয়ে জানা যায়,আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা সবাই লড়াই করছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের প্রার্থী হিসেবে। ডাকসু নির্বাচনে প্রার্থীরা হয়েছেন ৩ জন, ছাদিক হোসেন(২০১৮-২০১৯)ভিপি পদে, হাজী মুহাম্মাদ মহসীন হল,মোহাম্মদ আলী সাকিব (২০১৯-২০২০), সমাজসেবা সম্পাদক,সূর্যসেন হল,রমিম হাসান(২০২০-২০২১),পাঠকক্ষ সম্পাদক,জিয়াউর রহমান হল এবং রাকসু নির্বাচনের প্রার্থীরা হয়েছেন ২ জন,আবু রায়হান (২০১৯-২০২০),এজিএস পদপ্রার্থী, মাদারবক্স হল, তানজিল হোসেন(২০২০-২০২১),জিএস পদপ্রার্থী,শেরে বাংলা এ কে ফজলুল হক হল।তাদের প্রার্থিতা ঘিরে শালিখাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।এ উপলক্ষে শালিখা উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা আফসার উদ্দিন বলেন,ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে শালিখা উপজেলার ৫ জন শিক্ষার্থী প্রার্থী হয়ে লড়ছেন। আশা করি তারা বিজয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের কল্যাণে কাজ করবে এবং ভবিষ্যতে দেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেবে। তারা আমাদের শালিখার গৌরব,তারা সকলেই বিজয়ী হোক আমি এই কামনা করি।এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে শুভকামনা জানিয়েছেন।শালিখার স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তাদের মেধা, যোগ্যতা ও নেতৃত্বগুণের মাধ্যমে ডাকসু এবং রাকসু নির্বাচনে ইতিবাচক ভূমিকা রাখবেন এবং শালিখা তথা মাগুরাবাসীর জন্য সুনাম আরো বৃদ্ধি করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট