পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও টিকাদানকারীদের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর-২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত মহোদয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ শরীফ নেওয়াজসহ প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও টিকাদানকারীর উপস্থিত ছিলেন।জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিন জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তিরা হলেন, ৬ নং কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুমায়ুন কবি, ৭ নং পাজিয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ বিল্লাল হোসেন এবং স্বাস্থ্য বিভাগ থেকে নাসিমা বেগম। সকলের উপস্থিতিতে পুরস্কার তুলে দিলেন, খুলনা বিভাগীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক জনাব হুসাইন শওকত।এরপর তিনি কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি মজিদপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।