চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে শীর্ষক সমীক্ষার অধীনে সমন্বিত পানি ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পানি উন্নয়ন বিভাগের যৌথ উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষায় নদী-নালা, খাল-বিল, জলাশয়গুলো জরুরি ভিত্তিতে খনন করাসহ আরো বিভিন্ন সমস্যাদি দূরীকরণে করণীয় বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুর রহিম মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস শাকুর শাদী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানভীর আহম্মেদ, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের মোহনগঞ্জ উপজেলার দ্বায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী এনায়েত হোসেন,
মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম সারোয়ার খোকন, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েলসহ আরও অনেকেই।