পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোরের কেশবপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর-২৫) দুপুরে মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিম-এর সভাপতিত্বে ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা শুভসংঘের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মজিদ, সভাপতি এএফএম শফি, সহ-সভাপতি প্রবীর কুমার সরকার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ অসীম কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজীত মুখার্জী, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক নূরুল ইসলাম খান প্রমুখ। এসব ফলদ আম গাছের চারার ভেতর ছিল, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি ও বউসুন্দরী।অনুষ্ঠানে বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় সমাজের অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করার পাশাপাশি পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করতে এ কার্যক্রমের আয়োজন করা হয়েছে। গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি একটি পরিবারের আর্থিক সহায়ক সম্পদ হিসেবেও কাজ করে। তাই প্রতিবন্ধী সদস্যদের হাতে চারা তুলে দেওয়া হচ্ছে যেন তারা এগুলো রোপণ করে ফল সংগ্রহ করতে পারে এবং ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হয়।মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্যরা এমন উদ্যোগে আনন্দ প্রকাশ করেন। তারা জানান, সমাজে প্রতিবন্ধীরা প্রায়ই অবহেলিত হয়। কিন্তু বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম তাদের মর্যাদা ও দায়িত্ববোধকে নতুনভাবে জাগ্রত করবে। এতে তারা যেমন প্রকৃতির সঙ্গে যুক্ত থাকবেন, তেমনি গাছের ফলন থেকে পারিবারিকভাবে উপকারও পাবেন।বক্তারা আরও বলেন, পরিবেশ দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানো জরুরি। তাই শুধু চারা বিতরণ নয়, এগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতেও সবাইকে এগিয়ে আসতে হবে। শুভসংঘের পক্ষ থেকে পরবর্তীতেও গাছের পরিচর্যা ও প্রতিবন্ধীদের সহায়তায় সহযোগিতা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে শুভসংঘের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চারা হাতে পেয়ে সংস্থার সদস্যরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান।