চয়ন চৌধুরী/নেত্রকোনার মোহনগঞ্জে চার গ্রামের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাওয়া-আসার জন্য নির্মিত রাস্তার দুই পাশে থাকা বিভিন্ন জাতের অসংখ্য গাছ দূর্বৃত্তরা কেটে নিয় গেছে বলে অভিযোগ উঠেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।শনিবার দিবাগত রাতে উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা যাওয়ার জন্য নির্মিত ওই রাস্তার দুই পাশে থাকা এ সব গাছ কেটে নিয়ে যায়।রবিবার সন্ধ্যায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রত্যন্ত হাওরাঞ্চলে অবস্থিত গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়টি। ওই বিদ্যালয়ে একই ইউনিয়নের জালালপুর, কামালপুর, আটবাড়ি ও বামণীকোনা এই চার গ্রামের শিক্ষার্থীদেরকে সারা বছর বিদ্যালয়ে যাওয়া-আসার জন্য প্রায় ১ যুগ আগে সরকারিভাবে এ রাস্তাটি নির্মাণ করা হয়। এরপর বর্ষাকালে ঢেউয়ের কবল থেকে রাস্তাটি রক্ষা করার জন্য স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে রাস্তার দুই পাশে অসংখ্য হিজল, করচ, মেহড়া ও বরুণসহ বিভিন্ন জাতের গাছের চারা রোপন করা হয়। এসব গাছ পানিতে দ্রুতই বেড়ে উঠেছিল। কিন্তু শনিবার দিবাগত রাতে দূর্বৃত্তরা রাস্তার পাশে থাকা এসব গাছ কেটে নিয়ে যায়। এ অবস্থায় রবিবার সকাল নয়টার দিকে শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে রাস্তার দু’পাশে থাকা গাছের কাটা গুড়াগুলো দেখতে পেলেও কাটা গাছগুলোর কোনো অস্থিত্ত্ব পাওয়া যায়নি।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান বলেন, বিদ্যালয়ের রাস্তা সংলগ্ন একটি ডোবার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে তারিকুজ্জামান চাষি নামে স্থানীয় এক ব্যক্তির সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ চলে আসছে। সম্ভবত ওই ব্যক্তিই রাস্তার গাছগুলো কেটে ওই ডোবায় ফেলে রেখেছে বলে ধারনা করা হচ্ছে। তবে আমরা বিষয়টি যাচাই করার পর এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।