1. news@dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ : দৈনিক আমার বাংলাদেশ
  2. info@www.dainikamarbangladesh.online : দৈনিক আমার বাংলাদেশ :
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চুকনগর বাজারে খর্নিয়া হাইওয়ে থানার মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের আত্মহত্যা পাথরঘাটা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ বুড়িহাটি সরলা স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে অর্থ প্রদান আশাশুনিতে তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত আজ এখানে মনোনয়নপত্র দাখিল করতে পারব তা কখনো ভাবিনি,নেত্রকোনায়-বাবর নেত্রকোনা – ৪ আসনে স্বামী-স্ত্রী’র ভোট যুদ্ধ না কি নির্বাচনী কৌশল যশোর-০৬ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আজাদের মনোনয়ন পত্র জমা আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরা-৩ আসনে এমপি প্রার্থী রুবেল গাইনের মনোনয়ন দাখিল

আলতাপোলের কারুশিল্পে কর্মসংস্থানের আলো বদলে দিচ্ছে শতশত মানুষের জীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ(নিজস্ব প্রতিনিধি)যশোর জেলার কেশবপুর উপজেলায় কুটির শিল্পের গ্রাম নামে খ্যাত আলতাপোলের তেইশ মাইল। এটি ও পাশের দুই গ্রামের বাড়ি বাড়ি গড়ে উঠেছে এই শিল্পের কারখানা। কারুশিল্পে কর্মসংস্থানের আলো বদলে দিচ্ছে শতশত মানুষের জীবন। কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে কারুশিল্প দীর্ঘদিন ধরে একটি সফল শিল্প কার্যক্রম হিসেবে গড়ে উঠেছে। স্থানীয় শিল্পীরা তাদের পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে নানান রকমের কারুশিল্পের পণ্য তৈরি করে আসছেন। এই শিল্প শুধু স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে না বরং শত শত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।কাঠ, বাঁশ, শোলা, মাটি ও ধাতু দিয়ে তৈরি ফুলদানি, হামানদিস্তা, লেবু চাপাতি, কলমদানি, কলস, বাটি, পাউডার কেস, বয়াম, ডিম সেট, আপেল সেট, খুনতি, পিঁড়ে, বেলান, অ্যাশট্রে, মোমদানি, হারিকেন, পেন্সিল ফুলদানি, চরকা, ধামাপাতি, টিফিন বক্স, ব্যাংক, সিঁদুর বাক্সসহ নানা পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে দেশজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। এসব পণ্যে সিরিশ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে রং পলিশ ও ফার্নেস করার পর বিক্রি উপযোগী করে তোলা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি গভীর রাত অবধি চলে এ কর্মযজ্ঞ। শ্রমিকদের তৈরি করা পণ্যের পিচ হিসেবে দেওয়া হয় মজুরি। অর্থাভাবে থাকা এলাকার বেকার যুবকসহ নারীরা জড়িয়ে পড়েন এ কাজে। আশপাশের বিভিন্ন গ্রামের মানুষেরাও শ্রমিক হিসেবে এখন কাজ করছেন আলতাপোল কুটির শিল্পে। পুরুষের পাশাপাশি নারীরা এ কাজের সঙ্গে যুক্ত হওয়ায় আয় বেড়েছে তাদের সংসারে।অনেকেই এখন এই পণ্য অনলাইনে বিক্রি করে ভালো আয় করছেন। আলতাপোল গ্রামের কারুশিল্প এখন একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে, যা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সংস্কৃতির পরিচিতি বাড়াতে বড় ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট