আব্দুর রশিদ /বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পটি মালঞ্চ টেকনিক্যাল কলেজ, শ্রীফলকাটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে।আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। উপস্থিত থাকবেন ডা. সাকির হোসেন স্বাদ, ডা. ইসরার আহমেদ, ডা. রিফাত জাহান (সার্জন) এবং ডা. মশিউর রহমান (অর্থোপেডিক বিশেষজ্ঞ)।চিকিৎসা ক্যাম্পে ফ্রি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হবে। আয়োজকরা জানান, গ্রামীণ এলাকার সাধারণ মানুষের জন্য এ উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে।উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা এ ধরণের মানবিক কার্যক্রমকে জনগণের সেবায় অঙ্গীকার হিসেবে দেখছেন।